স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ জানুয়ারি: ধার দেওয়া ৫ হাজার টাকা চাইতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আক্রান্ত হলেন রানাঘাট ১ নম্বর বিডিও অফিসের অস্থায়ী কর্মী।বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটে।আক্রান্ত ব্যক্তির নাম অপু মন্ডল(৪৫)।
সূত্রের খবর, নদিয়ার রানাঘাট থানার নতুন তারাপুর গ্রামের বাসিন্দা অপু মন্ডল কিছুদিন আগে বিদ্যানন্দপুর গ্রামের বাসিন্দা সনাতন বিশ্বাস নামে এক ব্যক্তিকে ৫০০০ টাকা ধার দেন। অভিযোগ, টাকা ফেরতের নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে ওই টাকা ফেরত চাইলে বৃহস্পতিবার দুপুরে টাকা দেওয়ার নাম করে অপু মন্ডলকে নিজের বাড়িতে নিয়ে যায় সনাতন।তাকে বাড়িতে ঢুকিয়ে দরজার তালা বন্ধ করে হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে অপু মন্ডলকে কোপাতে শুরু করে সনাতন। এরপর তার চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের বাসিন্দারা ছুটে এলে পালিয়ে যায় সনাতন। স্থানীয় মানুষজন রক্তাক্ত অবস্থায় অপু মন্ডলকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতলে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অপু মন্ডল।ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।