স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১২ অক্টোবর: আজ রাজ্য জুড়ে ৭২ ঘন্টার পন্যপরিবহন ধর্মঘট চলছে। অ্যাক্সেল লোড বৃদ্ধি, ওভারলোডিং বন্ধ, মোটর ভেইক্যাল দপ্তর এবং পুলিশের জুলুম বন্ধ এছাড়াও রাজ্যের বিভিন্ন ‘ডাক পার্টি’র অত্যাচার বন্ধের দাবিতে এই ধর্মঘট।
ফেডারেশন অফ ট্রাক অপারেটর এসোসিয়েশনের ডাকে আজ থেকে সারা রাজ্যে পন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।তবে, জাতীয় সড়কে বেশ কিছু লরি চলাচল করছে। উত্তর দিনাজপুর ট্রাক ওনার্স এসোসিয়েশন এই ধর্মঘটে সামিল হয়েছে। সংগঠনের জেলা সম্পাদক তিমির মজুমদার জানিয়েছেন, সকালে জাতীয় সড়কে বেশ কিছু পন্যবাহী লরি চলাচল করলেও বেলা বাড়তেই এই সংখ্যা কমতে শুরু করবে। লরিগুলো গন্তব্যস্থানে পৌছনোর পর আর সেই লরি রাস্তায় নামবে না। আজ জেলা থেকে কোনও লরি রাস্তায় নামবে না বলে জানিয়েছেন তিমিরবাবু।