সাথী দাস, পুরুলিয়া, ২২ জুলাই: এমনও বাবা হয়! ছোট ছেলে মেয়েদের পাশবিক মার লোহার রডে। বাবার মার খেয়ে মৃত্যু হল এক রত্তি মেয়ের। একইভাবে মার খেয়ে আহত হয়ে চিকিৎসাধীন আরও তিন ছেলে মেয়ে। ঘটনাটি টামনা থানার ডিগশিলি গ্রামের।
স্থানীয়ভাবে জানা গিয়েছে, শুক্রবার রাত ন’টা নাগাদ প্রভাস মাহাত মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে স্ত্রীর সাথে বচসায় জড়িয়ে পড়ে। উত্তেজিত হয়ে লোহার রড দিয়ে মারতে গেলে কোনও রকমে পালিয়ে বাঁচেন স্ত্রী। স্ত্রীকে না পেয়ে তার তিন শিশু কন্যা ও এক শিশু পুত্রকে বেদম মারধর করে মদ্যপ প্রভাস। তার স্ত্রী বাইরে বেরিয়ে চিৎকার করলে গ্রামের মানুষ ছুটে যান ওই বাড়িতে। ততক্ষণে ছুটে পালিয়ে যায় অভিযুক্ত প্রভাস। আহত শিশুগুলিকে উদ্ধার করে পুরুলিয়ার দেবেন মাহাত সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে হাসপাতালে যায় টামনা থানার পুলিশ। ঘটনার তদন্ত করছে পুলিশ। ঘটনার এক দিন পার হলেও অভিযুক্ত বাবা ফেরার হয়ে যায়। এদিকে অবস্থার অবনতি হওয়ায় আহত ৩ ছেলে মেয়েকে ঝাড়খণ্ডের রাঁচিতে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। তাদের সঙ্গে মাও যান। আজ প্রভাসের ভাই রাজেন মাহাতো তাঁর কর্মস্থল থেকে পুরুলিয়া সদর হাসপাতালে এসে নিথর ভাইজির দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, রাজমিস্ত্রির কাজ করতো তার দাদা। প্রায় দিনই মদ্যপ অবস্থায় বাড়িতে এসে অশান্তি করত সে। তিনিও দাদার চরম শাস্তির দাবি করেন।