অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৮ আগস্ট:
খেলার সময় বাড়ির পাশে থাকা পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক ৪ বছরের শিশুর। ঘটনাটি গোপীবল্লভপুর ১ নং ব্লকের কপতিশোল গ্রামের। মৃত শিশুটির নাম রহিত কপাট।
শুক্রবার প্রতিদিনের মতো বাড়ি পাশে খেলা করছিল রহিত, সেই সময় হটাৎ সে পুকুরের দিকে গেলে পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন কিছুক্ষণ খোঁজখুঁজি করার পর তাকে পুকুরে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এলাকার খবর আসতেই শোকের ছায়া নেমে এসেছে।

