আদিবাসীদের ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধে যান চলাচল বন্ধ পশ্চিম মেদিনীপুরে

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ৮ জুন: পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর দেখা গেল আদিবাসী সংগঠনের ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্ধের প্রভাব। সিআরআই রিপোর্টের পরিবর্তন ঘটিয়ে অআদিবাসীদের আদিবাসী হিসাবে স্বীকৃতি দেওয়ার চক্রান্ত হচ্ছে এই অভিযোগে সরব হয়েছে আদিবাসীদের বিভিন্ন সংগঠন।

২৫ টি আদিবাসী সংগঠনের মিলিত মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশান এর তরফ থেকে বৃহঃস্পতিবার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছিল। আজ সকাল থেকে ফোরামের তরফে বাংলা বনধের সমর্থনে রাস্তায় নামে আদিবাসীরা। পশ্চিমমেদিনীপুর জেলার কেরানীচটি মোড়, কেশপুর মোড়, শালবনির তমাল ব্রিজ, পিড়াকাটা, কেশিয়াড়ি, ডেবরা, সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পথ অবরোধ শুরু করেন আদিবাসীরা। এর জেরে সকাল ৬ টা থেকে ৬ নম্বর জাতীয় সড়ক, রাজ্য সড়ক সহ জেলার প্রায় সমস্ত রাজ্য সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে গেছে।

তবে পূর্ব ঘোষণা মতো এই বনধের আওতার বাইরে রাখা হয়েছে রেল পরিষেবাকে। ছাড় দেওয়া হয়েছে দুধের গাড়ি, এম্বুলেন্স সহ অন্যান্য জরুরী পরিষেবাকেও। আদিবাসীদের বিভিন্ন সংগঠনের মিলিত ফোরামের ডাকা বাংলা বনধে সকাল থেকে তার প্রভাব পড়ল পশ্চিম মেদিনীপুর জেলায়। জাতীয় সড়ক, রাজ্য সড়ক অবরোধ করলেও দোকান, বাজার সব অন্য দিনের মতন স্বাভাবিক। পাশাপাশি ঝাড়গ্ৰাম জেলার বিভিন্ন স্থানে শুরু হয়েছে পথ অবরোধ কর্মসূচি। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্ৰাম জেলার অধিকাংশ এলাকায় বাস সহ বিভিন্ন পরিবহন পরিষেবা অচল হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *