অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১ জুলাই:
জলে ডুবে মৃত্যু হল এক ১০ মাসের শিশুর। বুধবার ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর ২ নং ব্লকের নোটা ২ নং অঞ্চলের গুরমা গ্রামে। মৃত শিশুটির নাম রহিত সরেন।
পরিবার সুত্রে জানা যায়, এদিন সকালে বাড়ির অন্যান্য বাচ্চাদের সাথে খেলার সময় বাড়ির কাছেই থাকা নিজেদের পুকুরের জলে পড়ে যায় শিশুটি। তার পরেই বাড়ির লোকজন বাচ্চাটিকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
মৃত শিশুটির বাবা মঙ্গল সরেন বলেন, আজ আমি জমিতে ধান ফেলতে গিয়েছিলাম তার মা বাড়িতে ছিল আমাদের বাড়ির অন্যান্য বাচ্চাদের সাথে রহিত বাইরে খেলছিল। রহিত তাদের সাথে খেলতে খেলতে পুকুরের দিকে চলে যায়। তারপরেই সে হটাৎ পুকুরে পড়ে যায়। আমি শুনে ছুটে গিয়ে গোপীবল্লভপুর হাসপাতালে নিয়ে যাই রহিতকে, সেখানে চিকিৎসকরা রহিতকে মৃত বলে জানান। এই খবর জানার পরেই গুড়মা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।