পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ নভেম্বর: দীর্ঘ প্রতীক্ষার পর সবং ব্লকে দশগ্রাম অঞ্চল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ১০ বেডের অন্তর্বিভাগ চালু হলো। উদ্বোধন করলেন মন্ত্রী মানস ভুঁইয়া।
মানাস ভুঁইয়া বলেন, স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ আজ বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছেন। বাংলার মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়ে ভেলোরে কথা বলে স্বাস্থ্য সাথী কার্ড এর ব্যবস্থা করে দিয়েছেন। অনেকেই বাংলার মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন, কিন্তু তার প্রতিটা পরিকল্পনা সমালোচকরা বেশি করে গ্রহণ করেন। তিনি স্থানীয় গ্রামবাসীদের অনুরোধ করেন বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে।
মানস ভুঁইয়া বলেন, বাংলা সব দিক দিয়ে এগিয়ে চলছে, আর কিছু লোক বাংলার মাটিতে চক্রান্ত এবং বিভেদ এবং কুৎসা করে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক গীতা ভুঁইয়া, জেলা স্বাস্থ্য অধিকারী ডাক্তার সারেঙ্গী, অন্যান্য স্বাস্থ্য আধিকারিক এবং কর্মাধ্যক্ষরা।

