স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ ডিসেম্বর: চাষের জমিতে পড়ে থাকা এক ৯৫ বছর বয়সী বৃদ্ধাকে ঘিরে চাঞ্চল্য। গঙ্গাতে গিয়ে আত্মহত্যা করার চেষ্টা বৃদ্ধার, কিন্তু চাষের জমিতে জল জমে থাকার কারণে গঙ্গা ভেবে চাষের জমিতেই ঝাঁপ দেয় ওই বৃদ্ধা দাবি স্থানীয়দের। ঘটনাটি শান্তিপুর বড় বাজার সংলগ্ন মাহাতো পাড়ার।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর নাগাদ ওই এলাকারই একটি চাষের জমিতে বৃষ্টির কারণে প্রায় এক হাঁটু জল জমে রয়েছে। সেই জলের মধ্যেই এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে এলাকার স্থানীয় মানুষ সেখানে ভিড় জমান। এলাকার বেশ কয়েকজন মানুষ ওই বৃদ্ধাকে উদ্ধার করে সুস্থ করে তোলার চেষ্টা করে। স্থানীয়দের দাবি, ঐ বৃদ্ধার বাড়ি পাশেরই গ্রামে। নাম ভগবতী বিশ্বাস, বয়স আনুমানিক(৯৫) পরিবারের কেউই ওই বৃদ্ধাকে দেখাশোনা করে না। এই ঘটনার কথা ওই বৃদ্ধার পরিবারকে জানায় এলাকার লোকজন।

বৃদ্ধার কাছ থেকেই এলাকার লোকজন জানতে পারেন, পরিবারের কেউই তাকে দেখাশোনা করে না বলেই তিনি আত্মহত্যা করবে বলে গঙ্গার দিকে যাচ্ছিলেন। কিন্তু বয়স জনিত কারণে চাষের জমিতে জল জমে থাকায় সেটাকে গঙ্গা ভেবে চাষের জমিতে আত্মহত্যা করার চেষ্টায় ঝাঁপ দেয় ওই বৃদ্ধা। যদিও ঐ বৃদ্ধার পরিবারের লোকজন খবর পাওয়া সত্ত্বেও প্রথমে না আসলেও বেশ কয়েক ঘন্টা বাদে এসে ঘটনাস্থল থেকে নিয়ে যায় ওই বৃদ্ধাকে এমনটাই জানান এলাকার স্থানীয় মানুষ।

