ভিড় সামাল দিতে শুক্রবার থেকে অফিস টাইমে ৯৫% ট্রেন চলাচল করবে

আমাদের ভারত, ১২ নভেম্বর:অফিস টাইমে ৯৫ % ট্রেন বাড়ানোর কথা ঘোষণা করল রেল। শুক্রবার রেল ও রাজ্যের বৈঠকে ট্রেনের সংখ্যা বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভিড় সামাল দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীর্ঘ লকডাউনের পর বুধবার থেকে লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়েছে। আর পরিষেবা শুরু হতেই প্রথম দিনে উপচে পড়েছে ভিড়। বুধবার ৪৫% ট্রেন চালাচ্ছিল রেল। তার ফলে ভিড় আরো বেড়েছে বলে মনে করছে প্রশাসন। মুখ্যমন্ত্রী বলেছিলেন ঠাসাঠাসি এড়াতে ট্রেনের সংখ্যা আরও বাড়াতে হবে। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, জনস্বাস্থ্যের কথা ভেবে ব্যস্ত সময় ট্রেনের সংখ্যা বাড়ানোর আবেদন করেছিলাম আমরা। ট্রেনের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে রেল।

রাজ্য ও রেলের বৈঠকে স্থির হয়েছে ব্যস্ত সময় ১০০% ট্রেন থাকুক। চিপ অপারেশন ম্যানেজার বলেন ১০০% না হলেও অন্তত ৯৫% ট্রেন চালানো হবে। শুক্রবার থেকে অফিস টাইমে আগের মতোই ট্রেন চলবে। তিনি আরো বলেন ১১ তারিখের অভিজ্ঞতা থেকে বুঝেছি পরিষেবা বাড়াতে হবে। ৪৫% ট্রেন চালানোর পরিকল্পনা করা হলেও ৭৫% মত ট্রেন চলছে। কিছু ট্রেন বেশি চালানো হয়েছে। সকাল সন্ধা এবার থেকে ৯৫ শতাংশ ট্রেন চালানো হবে।

নিউ নর্মালে রেলের যাত্রী সংখ্যা কমেছে। প্রতিদিন হাওড়া ও শিয়ালদহের ৩০ লক্ষ যাত্রী যাতায়াত করেন। ১১নভেম্বর সেখানে ১০ লক্ষ যাত্রী বহন করেছে রেল। তবুও সামাজিক দূরত্ব মানা সম্ভব হয়নি। প্রতিটি ট্রেনে গড়ে ১২০০ করে যাত্রী ছিল। ব্যস্ত সময় সেই সংখ্যা আরো বেশি ছিল। আগে গড়ে ২২০০ যাত্রী যাতায়াত করতেন। স্কুল-কলেজ বন্ধ থাকায় যাত্রী কিছুটা কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *