২৪ ঘণ্টায় ৯৪ জন করোনা পজিটিভ, মৃত আরও ৬, সুস্থ ৫৭: বুলেটিন

রাজেন রায়, কলকাতা, ২১ মে: ফের ২৪ ঘন্টায় রাজ্যে ৯৪ জন করোনা পজিটিভ হওয়ায় আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১৯৭ জন। আরও ৬ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে মোট করোনায় মৃত্যু ১৮৭ জনের। অন্যদিকে, করোনা শরীরে থাকাকালীন আরও ৭২ জনের মৃত্যুর হিসেব ধরলে মোট মৃত্যু ২৫৯ জনের। একই সঙ্গে ২৪ ঘন্টায় আরও ৫৭ জন সুস্থের হিসেব ধরলে মোট সুস্থ ১১৯৩ জন। সুস্থ হওয়ার হার ৩৭.৩১ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১৭৪৫ জন, অর্থাৎ এ দিন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে মাত্র ৩১ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে এমনটাই জানানো হয়েছে।

বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৪২৪২ জনের। সব মিলিয়ে রাজ্যের ৩০টি ল্যাবে মোট করোনা টেস্টের সংখ্যা ১১৫২৪৪ জনের। এর মধ্যে ৯ টি ল্যাবে চলতি সপ্তাহেই অনুমোদন পেয়েছে রাজ্য সরকার। রাজ্যের ৬৯টি করোনা হাসপাতাল, ১৬টি সরকারি এবং ৫৩টি বেসরকারি হাসপাতালে মোট ৮৭৮৫টি বেড আছে, আইসিইউ পরিষেবা রয়েছে ৯২০ জনের। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। তার ১৬.৬৫ শতাংশ রোগী ভর্তি আছেন। সরকারি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ১৩০৪৪ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৯৬৫৪৮ জন।

এছাড়া এদিনের বুলেটিনে জানানো হয়েছে, কলকাতায় ৪৭ আক্রান্তের সংখ্যা বেড়ে মোট সংক্রমণ ১৫৪৯ জনের। এদিন কলকাতায় আরও ৩ জনের মৃত্যু হওয়ায় কলকাতাতেই মোট মৃত্যু ১৭২ জনের। তারপরেই হাওড়ায় ৯ জনের সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ৬৫৮ জনের, মৃত্যু হয়েছে ১ জনের। তারপরে উত্তর ২৪ পরগনায় ১০ সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ৪৩০ জনের, মৃত্যু হয়েছে ২ জনের। সংক্রমণ বেড়েছে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং মুশির্দাবাদেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *