আমাদের ভারত, কলকাতা, ২৪ সেপ্টেম্বর: ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনে যিনি নিজের প্রাণ বিসর্জন দিয়ে মহিলাদের মধ্যে প্রথম শহিদ হয়েছিলেন সেই প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯২ তম শহিদ দিবস পালন করা হলো ভারত সভা হলে। এআইএমএসএস কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হয় একটি আলোচনা সভা।
এতে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদিকা কমরেড কল্পনা দত্ত। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড স্বপ্না দাশগুপ্ত এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা শরিফা খাতুন।
অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের কলকাতা জেলা কমিটির সম্পাদিকা অনন্যা নাইয়া এবং সভাপতি অপর্ণা মন্ডল জানান, প্রায় দুই শতাধিক শ্রোতার উপস্থিতিতে কমরেড কল্পনা দত্ত বলেন, আজকের দিনে সমাজ যখন অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে, নারীদের ওপর যে অত্যাচার দিন দিন বাড়ছে তা থেকে সমাজকে রক্ষা করতে প্রীতিলতা সহ সমস্ত মনিষীদের চর্চা খুবই প্রয়োজন।
অন্যান্য বক্তারাও তাদের বক্তব্যের মধ্য দিয়ে বলেন, প্রীতিলতার মত বলিষ্ঠ চরিত্র অর্জন করার মধ্য দিয়ে আজকের দিনে সমস্ত অন্যায়ের প্রতিরোধ আমরা যেন করতে পারি এবং একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারি।

