সাথী দাস, পুরুলিয়া, ২৪ সেপ্টেম্বর: পুরুলিয়ার জয়পুরে বিজেপির চা চক্র জনসভায় পরিণত হয়ে ৬০টি মুসলিম পরিবার সহ তৃণমূল থেকে ৯২০ জন বিজেপিতে যোগ দিলেন। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, জয়পুর ও ঘাগড়া অঞ্চল থেকে শেখ ইসমাইল আনসারী, শেখ রেজাউনুর আনসারী ও শফিউল চৌধুরীর নেতৃত্বে ৬০টি মুসলিম পরিবারের ৪১১ জন সমর্থক ও বিভিন্ন গ্রামের ১১১টি পরিবারের ৫০৯ জন তৃণমূল সমর্থক সহ মোট ১৭১ টি পরিবার ৯২০ জন পদ্ম শিবিরে যোগদান করেন।
আজ জয়পুর ব্লক সদরে স্থানীয় আটাকল চক এলাকায় বিজেপির চা চক্র কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানেই ওই যোগদান পর্ব হয়। দলে যোগদানকারীদের হাতে বিজেপির পতাকা হাতে তুলে দেন জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। উপস্থিত ছিলেন বিজেপির সদস্যতা অভিযানের অন্যতম প্রমূখ এবং জেলা সহ সভাপতি রবিন সিং দেও, সহ সভাপতি শ্রীপতি মাহাতো, জেলা সাধারণ সম্পাদক শংকর মাহাতো।