Pathashree, West Midnapur, চতুর্থ দফায় পথশ্রী প্রকল্পে ৯১২ কিলোমিটার গ্রামীণ রাস্তা নির্মাণ হবে পশ্চিম মেদিনীপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ ডিসেম্বর: গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ পথশ্রী প্রকল্পের চতুর্থ দফায় পশ্চিম মেদিনীপুর জেলায় ব্যাপক পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হতে চলেছে। এই দফায় জেলাজুড়ে ৯১২ কিলোমিটার দৈর্ঘ্যের মোট ৬৫৯টি গ্রামীণ রাস্তা নির্মাণ করা হবে। এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৪৭৩ কোটি টাকা।

মঙ্গলবার এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজীন কৃষ্ণা এবং জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি। তাঁরা জানান, বিভিন্ন সংস্থার মাধ্যমে এই রাস্তাগুলির নির্মাণ কাজ সম্পন্ন হবে।

পরিকল্পনা অনুযায়ী—
*ডব্লিউবিএসআরডিএ (WBSRDA) নির্মাণ করবে ১৬৪টি রাস্তা,
* ম্যাকিনটস বার্ন নির্মাণ করবে ১১৮টি রাস্তা,
* জেলা পরিষদ নির্মাণ করবে ১৪৩টি রাস্তা,
* এবং পঞ্চায়েত সমিতি নির্মাণ করবে ২৬৪টি রাস্তা।

এই প্রকল্প বাস্তবায়িত হলে জেলার প্রত্যন্ত গ্রামগুলির সঙ্গে যোগাযোগ আরও মজবুত হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং বাজারজাতকরণের ক্ষেত্রে গ্রামীণ মানুষের জীবনযাত্রায় এর সরাসরি প্রভাব পড়বে।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের গ্রামীণ রাস্তার চেহারা দ্রুত বদলে যাচ্ছে। এই প্রকল্পের ফলে বহু বছর ধরে বেহাল অবস্থায় থাকা গ্রামীণ রাস্তাগুলি নতুন রূপ পাচ্ছে।

এদিন প্রশাসনের তরফে পথশ্রী প্রকল্প সংক্রান্ত একটি তথ্যসমৃদ্ধ পুস্তিকাও প্রকাশ করা হয়, যেখানে প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা, কাজের অগ্রগতি ও বাস্তবায়ণের রূপরেখা তুলে ধরা হয়েছে।

প্রশাসনের আশা, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হলে পশ্চিম মেদিনীপুর জেলার সার্বিক উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *