রাজেন রায়, কলকাতা, ১০ নভেম্বর: লোকাল ট্রেন চালু হওয়ার আগেই করোনা যুদ্ধ কি জিতে ফেলল পশ্চিমবঙ্গ? স্বাস্থ্য বুলেটিন হিসেব বলছে, এদিন সুস্থতার হার ৯০% পার করে ফেলল পশ্চিমবঙ্গ। একই সঙ্গে ৫০ হাজার করোনা টেস্টও করে ফেলল এই রাজ্য।
রাজ্যে ২৪ ঘন্টায় নতুন সংক্রমণের হদিশ ৩৮৯১ জনের, সুস্থ হয়েছেন ৪৪১৫ জন আর মৃত্যু হয়েছে ৫৩ জনের। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯০.১১ শতাংশে। এমনকি এ দিন ফের হাসপাতালে রোগীর সংখ্যাও রেকর্ড সংখ্যক কমেছে ৫৭৭ জন, যা সাম্প্রতিক কালের মধ্যে সর্বোচ্চ।
মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘন্টায় ৩৮৯১ জন নতুন আক্রান্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪১৩১১২ জন। এদিন আরও ৫৩ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে সরকারি হিসেবে মোট করোনায় মৃত্যু ৭৪০৩ জনের। ২৪ ঘন্টায় আরও ৪৪১৫ জন সুস্থের হিসেব ধরলে মোট সুস্থ হলেন ৩৭২২৬৫ জন।
এদিনও অন্যান্য জেলার সঙ্গে কলকাতায় ৮১০ জন, উত্তর ২৪ পরগনাতে ৭৫৩ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩৫৩ জন, নদিয়ায় ২৮১ জন, হাওড়ায় ২৭৮ জন, পশ্চিম মেদিনীপুরে ২২৮ জন সুস্থ হয়েছেন। ৫৭৭ জন রোগী কমার পর এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৩৩৪৪৪ জন।
এখনও পর্যন্ত রাজ্যের ৯৫ টি ল্যাবে মোট করোনা টেস্ট করা হল ৫০০৩২০৪ জনের। যার মধ্যে ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৪৪১১৭ জনের। রাজ্যের ১০১ টি কোভিড ডেডিকেটেড হাসপাতাল, ৪১ টি সরকারি এবং ৬০ টি বেসরকারি হাসপাতালে মোট ১৩৪৯৮ টি বেড আছে, আইসিইউ পরিষেবা রয়েছে ১৮০৯ জনের। ভেন্টিলেটর রয়েছে ১০৯০ টি। তার মধ্যে মাত্র ৩৩.৬১ শতাংশ রোগী ভর্তি আছেন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৯৬১৫৮ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৮৫৮৫৭৬ জনকে। রাজ্যের ২০০ টি সেফ হোমে ১১৫০৭ টি বেড রয়েছে এবং তাতে ১৩১০ জন রোগী রয়েছেন।
এদিনের মৃত্যু হিসেবে বুলেটিনে জেলাওয়াড়ি তথ্যে জানানো হয়েছে, এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ৫৩ জনের। তার মধ্যে এ দিন কলকাতায় ১৫ জনের, উত্তর ২৪ পরগনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কালিম্পং ও পূর্ব মেদিনীপুরে ৪ জন করে,
হাওড়া ও হুগলি তে ৩ জন করে, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনা ২ জন করে এবং দার্জিলিং মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুরে ১ জন করে আরও ২১ রোগীর মৃত্যু হয়েছে।
এদিন অন্যান্য জেলার সঙ্গে কলকাতায় ৮৬৯ জন, উত্তর ২৪ পরগনায় ৮৪৪ জন, হুগলিতে ২৬৭ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২২৫ জন, পশ্চিম মেদিনীপুরে ১৭৯ জন, নদিয়ায় ২১০ জন আর দার্জিলিংয়ে ১১৫ জনের সংক্রমণ হয়েছে।