অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র, গত ২৪ ঘন্টায় মৃত ৯, তেলেঙ্গানায় বন্ধ করা হল স্কুল-কলেজ জারি লাল সর্তকতা

আমাদের ভারত, ১০ জুলাই: টানা বৃষ্টিতে মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টি ও বন্যার কারণে এক মাসে ৭৬ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে‌। মুম্বাইতে কমলা সর্তকতা জারি করা হয়েছে। অন্যদিকে অতিভারী বৃষ্টির কারণে তেলেঙ্গানায় স্কুল কলেজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা।

মহারাষ্ট্রে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলির পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী একধার শিণ্ডে। টানা বৃষ্টিতে গত এক সপ্তাহ ধরে জলের তলায় রয়েছে মহারাষ্ট্রের একাধিক জেলা। জলমগ্ন হয়ে রয়েছে বাণিজ্য নগরী মুম্বইয়ের বড় একটি অংশ। প্রবল বৃষ্টির কারণে মানুষ সমান জল দাঁড়িয়েছে আন্ধেরির ভূগর্ভস্থ পথে। ব্যাহত হয়েছে যান চলাচল। বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে খবর, এখনো পর্যন্ত ৮৩৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পাঁচ হাজার মানুষকে। পঁয়ত্রিশটি অস্থায়ী ত্রাণ শিবির খুলেছে প্রশাসন। বৃষ্টির কারণে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গঢ়চিরৌলি জেলা।

প্রবল বৃষ্টির কারণে জলমগ্ন তেলেঙ্গানার একাধিক জেলা। বাধ্য হয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা সরকার।রবিবারের উচ্চ পর্যায়ের বৈঠকের পর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও জানান, ভারী বৃষ্টির কারণে আপাতত তিন দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ। টানা কয়েক দিনের বৃষ্টিতে জলমগ্ন তেলেঙ্গানার বহু জেলা। লাল সর্তকতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে।তিনটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জলের তলায় চলে গেছে আরও বেশ কয়টি জেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *