স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৬ ফেব্রুয়ারি: আগামীকাল রাজ্যের ১০৮ টি পুরসভায় নির্বাচন। তার মধ্যে রয়েছে উত্তর দিনাজপুরের তিনটি পৌরসভা। এক নজরে দেখে নেওয়া যাক প্রতিটি পুরসভার বিভিন্ন দলের প্রার্থী সংখ্যা-
কালিয়াগঞ্জ পুরসভাঃ-
মোট প্রার্থী- ৬৮
তৃণমূল- ১৭
বিজেপি- ১৭
বামফ্রন্ট- ১৭
কংগ্রেস- ১০
নির্দল- ৭
ইসলামপুর পুরসভাঃ-
মোট প্রার্থী- ৬৩
তৃণমূল- ১৭
বিজেপি- ১৬
বামফ্রন্ট- ১১
কংগ্রেস- ৪
নির্দল- ১৫
ডালখোলা পুরসভাঃ-
মোট প্রার্থী- ৫৫
তৃণমূল- ১৬
বিজেপি- ১২
বামফ্রন্ট- ১৩
কংগ্রেস- ৬
নির্দল- ৮
শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে তিনটি পুরসভা মিলিয়ে মোট ৮০০ পুলিশ ফোর্স মোতায়েন করা হচ্ছে। প্রতিটি বুথেই থাকবে সশস্ত্র পুলিশ বাহিনী। দুষ্কৃতীদের আনাগোনা রুখতে ভোটের দুদিন আগে থেকেই ওই তিন শহরে ঢোকার সমস্ত রাস্তাতেই নাকা চেকিং শুরু করেছে পুলিশ। বাইরে থেকে কেউ গিয়ে যাতে অশান্তি পাকাতে না পারে তার জন্যই এই ব্যবস্থা নিয়েছে পুলিশ।
কালিয়াগঞ্জ পুরসভা নির্বাচনে নিরাপত্তার জন্য মোট ৩০০ পুলিশ ফোর্স নিযুক্ত করা হয়েছে। প্রতিটি বুথেই সশস্ত্র পুলিশ থাকবে। ডালখোলা ও ইসলামপুর পুরসভা ভোটে ২৫০ করে মোট ৫০০ জন পুলিশ ফোর্স মোতায়েন থাকছে। প্রতিটি বুথেই একজন করে পুলিশ আধিকারিক, সশস্ত্র কনস্টেবল ও লাঠিধারী পুলিশ থাকবে।