সাথী দাস, পুরুলিয়া, ২৭ জুলাই: লকডাউন শুরু হতেই পুরুলিয়া শহর জুড়ে বিশেষ পুলিশি অভিযান শুরু হয়। অতিরিক্ত জেলা পুলিশ সুপার পিনাকী দত্তর নেতৃত্বে ওই অভিযান চলে। বিকেল চারটের পর থেকে বেশির ভাগ দোকানপাট বন্ধ হয়ে গেলেও পথে বেশ কিছু আইন ভঙ্গকারিকে দেখা যায়। কোনও কারণ ছাড়াই রাস্তায় বেড়িয়ে পড়েন কিছু হুজুগে মানুষ। আটক করা হয় জরুরি কাজ ছাড়াই রাস্তায় বেড়িয়ে পড়া বাইক আরোহীদের। আইন ভঙ্গকারীদের রাস্তা থেকে আটক করা হয়।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার বলেন, ‘লকডাউন মেনে চলার জন্য পুলিশের পক্ষ থেকে আগে থেকেই মাইকিং করে পরামর্শ দেওয়া হয়। এদিন লকডাউন শুরু হতেই রাস্তায় লোকজন কমে যায়।’ টানা ৮০ ঘন্টার লকডাউনের শুরু হয় পুরুলিয়া শহরের সঙ্গে সঙ্গে আদ্রা রেল শহরেও।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন টানা লকডাউনের সিদ্ধান্ত নেয়। আজ বিকেল ৪টে থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত জারি থাকবে বলে ঘোষণা করে জেলা প্রশাসন।