পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুলাই: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা স্টেডিয়ামে ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় শনিবার। জানা গিয়েছে, ব্লকের পাশাপাশি পার্শ্ববর্তী ব্লক থেকে একাধিক ফুটবল দল অংশগ্রহণ করেছে এই ফুটবল প্রতিযোগিতায়। এই বছর চতুর্থতম বর্ষে পদার্পণ করল এই ফুটবল প্রতিযোগিতা।
স্থানীয় সমাজসেবী হরিপদ ঘোষের স্মৃতির উদ্দেশ্যেই এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন। তবে এই ফুটবল প্রতিযোগিতার প্রথম দিনে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।