Bangladesh, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ ও অস্তিত্ব রক্ষায় ৮-দফা দাবি

আমাদের ভারত, বাংলাদেশ, ১৩ আগস্ট: বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ ও অস্তিত্ব রক্ষায় অনতিবিলম্বে ৮-দফা দাবি রূপায়ণের স্মারকলিপি দেওয়া হল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড: মুহাম্মদ ইউনুসকে। ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসী জনগোষ্ঠীর তরফে দেওয়া হয়েছে এই স্মারকলিপি।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের
সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্তর সই করা মঙ্গলবারের এই চিঠিতে যে দাবিগুলোর উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো—
১. সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা হউক;
২. জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা হউক;
৩.অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ প্রয়োগে যাবতীয় আমলাতান্ত্রিক বাধা অপসারণ করে ট্রাইব্যুনালের রায়ের আলোকে জমির মালিকানা ও দখল ভুক্তভোগীদের বরাবরে অনতিবিলম্বে প্রত্যর্পণ করা হউক;
৪.জনসংখ্যার আনুপাতিক হারে সরকারে, সংসদে, জনপ্রতিনিধিত্বশীল সকল সংস্থায় অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা হউক;
৫.দেবোত্তর সম্পত্তি সংরক্ষণে আইন প্রণয়ন করা হউক (ইতোমধ্যে খসড়া বিল চূড়ান্তকৃত);

৬.বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করা হউক (ইতোমধ্যে খসড়া বিল চূড়ান্তকৃত);
৭.পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ণ এবং তিন পার্বত্য জেলা পরিষদ আইন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনের যথাযথভাবে কার্যকর করা হউক;
৮.হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজায় অষ্টমী থেকে দশমী-এ ৩ দিন, বৌদ্ধ সম্প্রদায়ের পূর্ণিমায় ১ দিন ও খ্রিস্টান সম্প্রদায়ের ‘ইস্টার সানডে’তে ১ দিন সরকারি ছুটি ঘোষণা করা হউক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *