সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ৩ জুলাই: একসঙ্গে ৮ জন বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় বিরোধী দলের অস্তিত্ব হারানোর মুখে পড়ল পুরুলিয়ার আড়শা পঞ্চায়েত সমিতিতে। শুক্রবার, রাতে রঘুনাথপুরে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও শান্তিরাম মাহাতো। উপস্থিত ছিলেন তৃণমূল সহ সভাপতি জয় ব্যানার্জি সহ দলীয় অন্যান্য সংগঠকরা।
২৩ আসন বিশিষ্ট আড়শা পঞ্চায়েত সমিতি প্রথম থেকেই তৃণমূলের ক্ষমতায় রয়েছে। বর্তমানে ১১ থেকে বেড়ে হল ১৯। এক জন নির্দল ও এক জন ফরওয়ার্ড ব্লক সদস্য প্রথম থেকেই বাইরে থেকে তৃণমূলকে সমর্থন জানিয়ে এসেছে। আজকে দল বদলের পর ১ জন বিজেপি এবং ১ জন কংগ্রেস সদস্য বিরোধী দলের সদস্য হিসেবে থাকল ওই পঞ্চায়েত সমিতিতে।