গোপাল রায়, আরামবাগ, ২০ জুলাই: আরামবাগে বিডিওকে নিজের ভাড়া বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।
আরামবাগের গোঘাট এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন তারই জেরে আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। তারই জেরে রবিবার দুপুরে বিডিও যখন তাঁর নিজের ভাড়া বাড়িতে ঢুকতে যান। সেই সময় স্থানীয় বাসিন্দারা ওই বিডিওকে বাড়িতে ঢুকতে বাধা দেন। স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছিলেন বিডিও আগে করোনা পরীক্ষা করাবেন তারপর বাড়িতে ঢুকতে পারবেন।
খবর যায় আরামবাগ থানায়। এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। যান আরামবাগ থানার আইসি পার্থসারথি হালদার, আরামবাগ থানার মেজোবাবু অরূপ মন্ডল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ৮জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে ৫ জন মহিলা রয়েছেন। গ্রেপ্তার হওয়া আট জনকে সোমবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।