পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ আগস্ট: সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে ৭৯তম স্বাধীনতা দিবস উদ্যাপিত হলো মেদিনীপুর শহরের বিধাননগর এলাকার “তপশিলি জাতি, আদিবাসী, প্রাক্তন সৈনিক, কৃষি বিকাশ ও শিল্প কেন্দ্র, ট্রাভেল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শাখা দপ্তরে। এই উপলক্ষে দপ্তর প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সেক্রেটারি সৌমেন কোলে, মেদিনীপুর জেলা ইনচার্জ অচিন্ত্য প্রধান, জেলা অফিস ইনচার্জ কাকলি দেবনাথ, সৌগত সামন্ত, বন্দনা দাস সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। সবাই মিলে দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।