পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ আগস্ট: যথাযোগ্য মর্যাদায় আজ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে পালিত হলো ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস।
সকালে জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষ, সমস্ত কর্মচারী এবং তাদের পরিবার পরিজনদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা কালেক্টরেট মোড় পর্যন্ত গিয়ে পুনরায় জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর জেলা পরিষদের সভাধিপতি এবং অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ)- এর উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পদযাত্রা চলাকালীন পথে মহাত্মা গান্ধী, বিপ্লবী ক্ষুদিরাম বসু সহ অন্যান্য স্বাধীনতা সংগ্ৰামীদের মাল্যদান করা হয় পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে।
জেলা পরিষদ প্রাঙ্গণে মেদিনীপুরের বরেণ্য ব্যক্তিত্ব শহিদ প্রদ্যুৎ কুমার ভট্টাচার্য ও বিপ্লবী প্রভাংশু শেখর পাল এবং পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। পরে এই বরেণ্য ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত জেলা শাসক, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, কর্মাধ্যক্ষ শান্তি টুডু, জ্যোতি প্রসাদ মাহাতো, নির্মল ঘোষ, শ্যামাপদ পাত্র সহ বহু বিশিষ্ট ব্যক্তি। পরে প্রদ্যুৎ স্মৃতি ভবনে জেলা পরিষদের সমস্ত কর্মাধ্যক্ষ এবং কর্মচারীদের পরিবার পরিজনদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।