আমাদের ভারত, ৩০ মে :চতুর্থ দফার লকডাউনের মেয়াদ শেষ হতে আর একদিন বাকি। কিন্তু তারই মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ফের রেকর্ড করল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৭৯৬৪ জন। মৃত্যু হয়েছে ২৫৬ জনের। এখনো পর্যন্ত সারা দেশে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৭৬২ জন।
এখন সারা দেশে ৮৬ হাজার ৪২২ জন এখন সক্রিয় আক্রান্ত। সুস্থ হয়েছেন ৮২ হাজার ৩৭০ জন। মৃত্যুর সংখ্যা ৪৯৭১।
সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। সেখানে ইতিমধ্যে মৃত্যু হয়েছে ২০৯৮ জনের। মুম্বাইয়ের অবস্থা অত্যন্ত খারাপ। সেখানেই আক্রান্ত ৩৭,০০০। মৃত্যু হয়েছে ১১৭০জনের।
দেশে করোনা সংক্রমণ বেড়ে চললেও সরকার বেশ কিছু ব্যাপারে বিধিনিষেধ তুলে নিয়েছে অর্থনৈতিক পরিস্থিতির কথা বিচার করে। ইতিমধ্যেই চালু হয়েছে ট্রেন বিমান পরিষেবা। বেশকিছু রাজ্যের খোলা হয়েছে দোকান। শোনা যাচ্ছে কিছু বিধি-নিষেধ রেখে আগামী আরও দুই সপ্তাহ লকডাউন করা হতে পারে।
মহারাষ্ট্রের পরেই রয়েছে দিল্লি, তামিলনাড়ু, মধ্যপ্রদেশে গুজরাট। শনিবারই দিল্লিতে আক্রান্ত হয়েছেন ১১০৬জন।
Good coverage.