Republic Day, West Midnapur, পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হলো ৭৭তম সাধারণতন্ত্র দিবস

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ সাড়ম্বরে মেদিনীপুর শহরের পুলিশ লাইন ময়দানে পালিত হলো দেশের ৭৭তম সাধারণতন্ত্র দিবস। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজীন কৃষ্ণা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালী সহ জেলা প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

পতাকা উত্তোলনের পর জেলাশাসক ও পুলিশ সুপার সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। কুচকাওয়াজে জেলা পুলিশ, সিভিল ডিফেন্স, হোম গার্ডস এবং এনসিসি ক্যাডেটরা অংশগ্রহণ করে। সুসজ্জিত ও শৃঙ্খলাবদ্ধ এই কুচকাওয়াজ উপস্থিত দর্শকদের মধ্যে দেশপ্রেম ও গর্বের আবহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তারা কুচকাওয়াজে অংশ নেওয়ার পাশাপাশি মনোমুগ্ধকর দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করে। তাদের পরিবেশিত নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের প্রশংসা কুড়ায় এবং অনুষ্ঠানকে আরও বর্ণিল করে তোলে।

এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ট্যাবলো প্রদর্শন। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, নারী ও শিশু কল্যাণ সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের চিত্র ট্যাবলোতে তুলে ধরা হয়। এই ট্যাবলোগুলির মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পশ্চিম মেদিনীপুর জেলায় ৭৭তম সাধারণতন্ত্র দিবস উদযাপন জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধকে আরও দৃঢ় করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *