রঘুনাথগঞ্জে ৭৭টি চুরি যাওয়া মোবাইল উদ্ধার, গ্রেফতার ২

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৯ জানুয়ারি: জঙ্গিপুর পুলিশ জেলার বড় ধরনের সাফল্য। এই পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার ওমরপুরে পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে ৭৭টি চুরি যাওয়া নামি দামী কোম্পানির মোবাইল উদ্ধার করল পুলিশ প্রশাসন।

শনিবার রঘুনাথগঞ্জে সাংবাদিক বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ কারা জানান, মুম্বাই থেকে এই ৭৭টি চুরি করা মোবাইল নিয়ে আসা হচ্ছিল এবং ৩৪নং জাতীয় সড়ক ধরে মালদহ নিয়ে যাওয়া হচ্ছিল। শুক্রবার রাতে রঘুনাথগঞ্জ থানা ও জঙ্গিপুর সাইবার সেল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওপরপুর মোড়ে থেকে এই ৭৭টি চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মস্তাফিজুল রহমান ও নাসিউল সেখ। এই দুজনের বাড়ি মালদহ জেলার কালিয়াচকে। চুরি যাওয়া মোবাইল আনুমানিক মুল্য প্রায় ৩০লক্ষ টাকা। ধৃতদের দুজনকে শনিবার জঙ্গিপুর আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজত নেওয়ার জন্য আবেদন জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *