দলীয় সুপ্রিমোর ভার্চুয়াল সভার পরের দিনই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন জয়পুর বিধানসভা এলাকায় ৭৬টি সংখ্যালঘু পরিবার

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২২ জুলাই: দলীয় সুপ্রিমোর ভার্চুয়াল সভার ২৪ ঘণ্টার মধ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন জয়পুর বিধানসভা এলাকায় ৭৬টি সংখ্যালঘু পরিবার। ওই বিধানসভার আড়ষা ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যা লঘু সেলের সহ সভাপতি আজিমুদ্দিন কাজী সহ ৭৬টি সংখ্যালঘু পরিবার বুধবার, বিজেপিতে যোগ দেন। ওই পরিবারগুলি ভূড়ষা ও বেলডির বাসিন্দা। বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

যোগদানকারী আজিমুদ্দিন কাজী জানান, ‘প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীজির কাজে অনুপ্রেরিত হয়ে তাঁর হাত শক্ত করতে বিজেপিতে যোগ দিলাম।’

এই প্রসঙ্গে তৃণমূল সংখ্যালঘু সেল এর জেলা সভাপতি শেখ রহিম দাবি করে বলেন, ‘আড়ষা ব্লক কমিটিতে কোন পদেই ছিলেন না আজিমউদ্দিন কাজী। বিজেপি এখন দল ভারি করার জন্য এবং তৃণমূল কে হেয় করার জন্য এইসব গল্প সাজাচ্ছে।’

দলে যোগদান প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি বলেন, ‘পুরুলিয়া জেলা জুড়ে সব শ্রেণির মানুষ স্বেচ্ছায় আমাদের দলে যোগদান করছেন। কারণ, আজ তাঁরা বুঝতে পারছেন যে এক মাত্র বিজেপি  মানুষের কাজ করে, মানুষের কথা বলে, দেশের নিয়ে ভাবে।’

জেলা সভাপতি ছাড়াও দলীয় যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো, বিবেক রাঙ্গা সহ স্থানীয় নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *