‌শালবনীর মাজিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি উদযাপন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের মাজিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৭৫ তম বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হলো সারাদিন দিন ধরে বহুমুখী কর্মসূচির মধ্য দিয়ে।

এই উপলক্ষ্যে এদিন সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিদ্যালয় সংলগ্ন এলাকা পরিক্রমা করে। বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এই উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা বিষই সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।

এদিনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, শালবনি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রোমান মন্ডল, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, শালবনী সদর উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৌভিক জানা, অনুষ্ঠানের সভাপতি শক্তি রানী পাল, স্কুলের সভাপতি বুবাই পাতর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

এই অনুষ্ঠানে ১৯৪৮ থেকে ১৯৫৫ সালের বিভিন্ন ব্যাচের মোট কুড়িজন প্রাক্তনীকে বিশেষ সম্বর্ধনা জানানো হয়।সারাদিন নানা সাংস্কৃতিক কর্মসূচি ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। আগের দিন ছাত্র-ছাত্রীদের নিয়ে নানা ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সফল প্রতিযোগীদের এদিন পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান ঘিরে মাজিপাড়া এলাকায় ছিল উৎসবের মেজাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *