আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ মে: করোনা মোকাবিলায় পাশে দাঁড়াতে পশ্চিম মেদিনীপুরের পিংলার পিন্ডরুই এলাকার কয়েকটি সংগঠন বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় ৭৫ হাজার টাকা তুলে দিয়েছে। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী মন্ত্রী সৌমেন মহাপাত্রের মাধ্যমে তারা এই অর্থ মুখ্যমন্ত্রীর জরুরি ত্রাণ তহবিলে দিয়েছেন।
এদিন বিকালে পিন্ডরুই এলাকার “মা শীতলা মৎস্য চাষ উন্নয়ন সমিতি”-র দশ হাজার একশো টাকা, পিন্ডরুই কৃষি সমবায় সমিতির দশ হাজার এক টাকা, অঞ্চল তৃণমূল কংগ্রেসের পঞ্চাশ হাজার টাকা ও স্থানীয় এক গ্রামবাসীর দেওয়া দশ হাজার একশো টাকা সহ মোট পঁচাত্তর হাজার দুশো টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেওয়া হয়।
অন্যদিকে এদিন মন্ত্রীর মহাপাত্র পরিবারের পক্ষ থেকে এক হাজার দুঃস্থ মানুষের হাতে চিঁড়ে, আলু, সরিষার তেল, সহ বিভিন্ন ধরনের মশলার প্যাকেট তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পিংলা ব্লকের যুব সভাপতি অজিত ভৌমিক সহ অন্যান্যরা।