দাসপুরে সিপিএম ও তৃণমূল ছেড়ে বিজেপিতে ৭৪ জন

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ আগস্ট:৭৪ তম স্বাধীনতা দিবসে দাসপুরে বিজেপির দু’নম্বর মন্ডলের উদ্যোগে জোতগোবর্ধন বুথ থেকে ৭৪ জন নেতাকর্মী তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপি দলে যোগদান করেছেন বলে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি সূত্রে জানাগেছে। বিজেপির জেলা নেতা কালিপদ সেনগুপ্ত ও দাসপুর দু’নম্বর মন্ডলের সভাপতি তন্ময় সিংহ তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন। বিজেপিতে যোগ দেওয়া চন্দনা পাত্র, মহাদেব পাত্র, শিব শংকর পাত্র ও সোমনাথ মান্না সহ অন্যান্যরা বলেন, তৃণমূলের স্বজনপোষণ, দুর্নীতি এবং  সিপিএমের  দিশাহীন রাজনৈতিক পরিকল্পনার কারণে তারা বিজেপি দলে যোগ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *