Midnapur, মেদিনীপুরে ৭২তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদ্‌যাপন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ নভেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যজুড়ে পালিত হচ্ছে ৭২তম নিখিল ভারত সমবায় সপ্তাহ। সেই উপলক্ষে শুক্রবার বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের উদ্যোগে শহিদ প্রদ্যোত স্মৃতি সদনে আয়োজিত হয় এক কেন্দ্রীয় সমাবেশ।

সকালে অনুষ্ঠানের সূচনা করেন সমবায় শিক্ষা সুপারভাইজিং কমিটির সভাপতি নিরঞ্জন কুমার (আই.এ.এস.)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবার্ড- এর সিজিএম পি কে ভরদ্বাজ। মলয় মুখোপাধ্যায়, গোবিন্দ হালদার, দেবাঞ্জন সেন, পার্থ বসু সহ অন্যান্যরা।

এই বছরের সমবায় সপ্তাহের মূল প্রতিপাদ্য— “ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয়: গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে সমবায় শিক্ষাকে রূপায়িত করা”। সমাবেশে সমবায় আন্দোলনের শক্তিকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া, গ্রামীণ অর্থনীতিতে সমবায়ের ভূমিকা, স্বনির্ভরতা এবং আর্থিক শিক্ষার প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা জানান, সমবায়ের উন্নয়নকে কেন্দ্র করে রাজ্য সরকার বিভিন্ন নতুন উদ্যোগ গ্রহণ করেছে এবং ভবিষ্যতে আরও সমবায়ভিত্তিক জনমুখী প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় ক্ষেত্রের সঙ্গে যুক্ত বহু প্রতিনিধি ও অতিথিরা। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *