পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ জুলাই: আজ আইআইটি খড়্গপুরের ৭১তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরো-র প্রাক্তন চেয়ারম্যান ডঃ এস সোমনাথ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারসিস্টেন্ট সিস্টেমসের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন ডঃ আনন্দ দেশপাণ্ডে, ম্যাপমাইজিনোমের সিইও মিসেস অনুরাধা আচার্য এবং আইআইটি খড়্গপুরের বোর্ড অফ গভর্নরসের চেয়ারম্যান শ্রী টি ভি নরেন্দ্রন।
আজ প্রতিষ্ঠানের ৭১তম সমাবর্তনে মোট ৩,৭৩১ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়েছে। সেই সঙ্গেই প্রতিষ্ঠানের মেধাবী কৃতি শিক্ষার্থীদের রাষ্ট্রপতি স্বর্ণপদক, প্রধানমন্ত্রী স্বর্ণপদক এবং অন্যান্য ডিগ্রি প্রদান করা হয়েছে। এছাড়াও, বিজ্ঞান শিক্ষা, গবেষণা এবং সমাজে অসামান্য অবদানের জন্য ২৫ জন প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।