পুরুলিয়ায় পঞ্চায়েত সদস্য সহ ৭০০ পরিবারের বিজেপি, কংগ্রেস, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ

সাথী দাস, পুরুলিয়া, ২৮ জুন: দলবদল অব্যাহত পুরুলিয়ায়। এই ক্ষেত্রে বিরোধীদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আজ পাড়া ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৭০০টি পরিবার বিজেপি, কংগ্রেস, সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এঁদের মধ্যে রবি লোচন মন্ডল নামে এক পঞ্চায়েত সদস্য রয়েছেন। তিনি ওই ব্লকের গহড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি দল থেকে নির্বাচিত হয়েছিলেন। এদিন পাড়া ব্লক সদরের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে ঘাসফুল সম্বলিত পতাকা তুলে দেন তৃণমূল জেলা সভাপতি তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তরের মন্ত্রী শান্তিরাম মাহাতো। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক উমাপদ বাউরী ও অন্যান্য দলীয় সংগঠকরা। শান্তিরাম মাহাতো জানান, বিভ্রান্ত হয়ে বিজেপিতে গিয়েছিল ওই পরিবারগুলি। এখন তাঁরা ভুল বুঝতে পেরে তৃণমূলে ফিরে এসেছে।

অন্যদিকে, আজ কাশীপুর ব্লকের বড়রা অঞ্চলের ভবানীপুর সংসদের ২৯টি পরিবার ও চাঁপড়ি সংসদের ৭টি পরিবার তৃণমূলে যোগ দেন। এঁরা মহারাষ্ট্র থেকে বাড়ি ফেরা পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবার। এঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক স্বপন কুমার বেলথরিয়া। তিনি দাবি করে বলেন, আমার কার্যালয়ে এসে বিজেপি ছেড়ে স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *