পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ অক্টোবর: ৭০ শতাংশ প্রতিমা আজ নিরঞ্জন হচ্ছে মেদিনীপুরে। দশমীতে চারিদিকে বিষাদের সুর। জগৎবাসীকে বিদায় জানিয়ে উৎসব প্রিয় বাঙালিকে কাঁদিয়ে কৈলাশে ফেরার পালা জগৎ জননীর। তাই বুধবার সকাল থেকেই একদিকে যেমন বিভিন্ন বনেদি বাড়িগুলিতে চলেছে বিসর্জনের বাদ্যি, তেমনই মন খারাপ পারিবারের সদস্যদের। পাশাপাশি চিরাচরিত প্রথা অনুযায়ী মা দুর্গার বিদায়ক্ষনে এলাকার মহিলারা মেতে ওঠেন সিঁদুর খেলায়। মা দুর্গার পায়ে সিঁদুর দিয়ে একে অপরকে সিঁদুর মাখিয়ে মহিলারা মেতে উঠেন সিঁদুর খেলায়।
বুধবার মেদিনীপুরে প্রতিমা নিরঞ্জনের জন্য আগেই কংসাবতির নদীর গান্ধীঘাটে সমস্ত প্রস্তুতি চুড়ান্ত করেছিল মেদিনীপুর পুরসভা। ব্যবস্থা ছিল ক্রেনের। পাশাপাশি প্রতিমা বিসর্জনের পরেই নদীর জল থেকে প্রতিমার কাঠামো ও ফুল বেলপাতা অন্যান্য সামগ্রী তুলে নেওয়ার জন্য মজুদ রাখা হয় শ্রমিক। সুত্র মারফত জানা গেছে, মেদিনীপুর শহরের শতাধিক পুজোর মধ্যে বুধবার প্রায় ১৫ টি প্রতিমা বিসর্জন হয়েছিল। আজ বৃহস্পতিবার বাকি প্রায় ৭০ শতাংশ প্রতিমা নিরঞ্জন হবে। বাকি প্রতিমা নিরঞ্জন হবে আগামীকাল।
মেদিনীপুর শহরের নূতন আকর্ষণ পুজো কার্নিভালের পর এই নিরঞ্জন হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি নদীর ধারে থাকবে পুলিশি প্রহরা ও উদ্ধারকারী দল।

