গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৩০ আগস্ট: আরামবাগে বিজেপিতে যোগদান অব্যাহত। রবিবার সকালে আরামবাগের মলয়পুর এক নম্বর অঞ্চলের মোট ৭০ জন তৃণমূল ও সিপিএম ছেড়ে আসা কর্মীরা বিজেপিতে যোগদান করল। এদিন আরামবাগের মলয়পুর এলাকায় তৃণমূল সিপিএম ছেড়ে বিজেপিতে আসা লোকজনদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিলেন আরামবাগ জেলা যুব মোর্চা সভাপতি বিশ্বজিৎ ঘোষ।
যোগদানকারী শম্পা ঘোষ জানান, তৃণমূলের দুর্নীতি দেখে ও নরেন্দ্র মোদীর আদর্শ নীতি দেখে আমাদের ভালো লেগেছে তাই বিজেপিতে যোগদান করলাম।
আরামবাগ জেলা যুব মোর্চা সভাপতি বিশ্বজিৎ ঘোষ বলেন, আরামবাগ বিধানসভার মলয়পুর ১ নম্বর ব্লক থেকে মোট ৭০ জন বিজেপিতে যোগদান করল।দলের পক্ষ থেকে তাদের আমরা স্বাগত জানাই।

