সাঁকরাইলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান ৮০টি পরিবারের

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৫ আগস্ট: এতদিন দলে থেকেও পরাধীনতার জীবন কাটাতে হচ্ছিল। তাই স্বাধীনতা দিবসের দিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন গ্রামের প্রায় সমস্ত বিজেপি পরিবার। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের লাউদহ এবং আন্ধারী অঞ্চলের দুটি গ্রামের প্রায় সমস্ত পরিবার গেরুয়া শিবির ছেড়ে সবুজ শিবিরে যোগদান করল।

রবিবার সকাল থেকেই সাঁকরাইল এবং গোপীবল্লভপুর ২ ব্লকের বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করেন বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাত। সেরকমই সাঁকরাইল ব্লকের লাউদহ এবং আন্ধারী গ্রামে যখন পৌছান তখন সমস্ত বিজেপি কর্মী সদস্যরাও সেখানে জমায়েত হয়। এবং তারা স্বপরিবারে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করে। দুটি গ্রাম মিলিয়ে প্রায় ৮০টি পরিবার আজ তৃণমূলে যোগদান করে। তাদের বক্তব্য, বিজেপি দলে পরাধীনের মত থাকা সম্ভব নয়। সবরকম উন্নয়ন মূলক কাজ থেকে এরা দূরে থাকে। তাই বিজেপি ছেড়ে সকলের তৃণমূলে যোগদান।

এবারের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরে তৃণমূল কংগ্রেস। তারপর থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের ঢল নেমেছে। এদিন বিজেপি নেতা কর্মীদের হাতে পতাকা তুলে দেন গোপীবল্লভপুরের তৃণমূল বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাত ও সাঁকরাইল ব্লক সভাপতি কমল কান্ত রাউৎ। উপস্থিত ছিলেন, সহ-সভাপতি অনুপ মাহাত, জেলা কমিটির সদস্য ভাগবৎ মান্না, প্রণব ধাউড়িয়া, বিপ্লব মান্নাসহ একগুচ্ছ তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *