জলপাইগুড়িতে নতুন করে করোনায় আক্রান্ত ৭, চলতি মাসে শহরে ৬৭ জন কোভিডের শিকার

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১১ জুলাই: জলপাইগুড়ি শহরে করোনার থাবা অব্যাহত রয়েছে। নতুন করে সোমবার আক্রান্ত হলেন ৭ জন বাসিন্দা। সংক্রমন ঊর্ধ্বমুখী, উদ্বিগ্ন পুর কর্তৃপক্ষ। শহরবাসীকে সচেতন ও মাস্ক ব্যবহারের বার্তা দেওয়া হচ্ছে পুর কর্তৃপক্ষের তরফে। আক্রান্তদের বাড়ি ও এলাকা চিহ্নিত করে জীবাণুমুক্ত করার কাজ চলছে পুর কর্তৃপক্ষের উদ্যোগে।

চলতি মাসে শহরে করোনার সংক্রমণের সংখ্যা বেড়ে হল ৬৭ জন। স্বাস্থ্য দফতরের দাবি, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের কেউ যদি নেগেটিভ হয় উপর্সগ থাকলে তাকে আরটিপিসিআর করতে হবে। বাড়িতে কিটের মাধ্যমে করোনা পরীক্ষা করা নিয়ে উদ্বেগ বেড়েছে। কিট দিয়ে পরীক্ষা করার ফলে আক্রান্তদের তথ্য পাওয়া যাচ্ছে না আইসিএমআর পোর্টালে। আক্রান্তের সংখ্যা আরও বাড়ার সম্ভবনা রয়েছে।

পুরসভার ভাইস চেয়ারম্যান বলেন, “জনসাধারণকে সচেতন হতে হবে। পুরসভার তরফে মাইকিং করা হচ্ছে সচেতনতার জন্য। এই মুহূর্তে কনটেনমেন্ট জোন করার কোনো নির্দেশ আসেনি। কনটেনমেন্ট জোন করার কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *