সাথী দাস, পুরুলিয়া, ৪ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত বিবাদের জেরে সংঘর্ষ। ঘটনায় দুই পক্ষের আহত হলেন ৮ জন। এঁদের মধ্যে দুই জন মহিলাও রয়েছেন। ঘটনায় উত্তেজনা ছড়ায় ওই গ্রামে। বাঘমুন্ডি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।

বাঘমুন্ডি থানার কাড়রু গ্রামে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে প্রথমে বচসা শুরু হয় আজ সকাল থেকে। বচসা চরমে উঠলে উত্তেজিত হয়ে ওঠে দুই পক্ষই। উত্তেজিত হয়ে উভয় পক্ষেই ধারালো অস্ত্র দিয়ে একে অপরের উপর আক্রমণ চালায় বলে স্থানীয় ভাবে জানা গিয়েছে। ঘটনায় দুই পক্ষের দুই মহিলা সহ আট জন আহত হয়েছেন। তাঁদের প্রথমে বাঘমুন্ডি পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাঘমুন্ডি থানার পুলিশ।

