বরযাত্রী বোঝাই গাড়ি উল্টে আহত ৭ জন

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ জুলাই:
মঙ্গলবার সকালে বিয়ে করে বাড়ি ফেরার পথে জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় আহত হল বর-বউ সহ ৭ জন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদনীপুরের বেলদা থানার নেকুড়সেনি এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কের উপর।

সূত্রের খবর, বেলদা থানার রসুলপুর এলাকা থেকে বিয়ে করে মালযমুনা হয়ে ফিরছিল বর ও বরযাত্রীরা। বেলদা থানার নেকুড়সেনির কাছে  জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বরযাত্রী বোঝাই গাড়িটি। এলাকাবাসীরা দেখতে পেয়ে বেলদা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় ৭ জনকে উদ্ধার করে বেলদা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *