পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ এপ্রিল: সকাল থেকে হলুস্থূল কান্ড পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। শিলাবতী নদীতে দৈত্যাকার একটি প্রাণীকে ঘিরে রীতিমতো উৎসুক সাধারণ মানুষ। বেশ কয়েকদিন ধরে একটি দৈত্যাকার প্রাণীকে দেখা যাচ্ছিল নদীর জলে। শুক্রবার বনদপ্তর, পুলিশ এবং সাধারণ মানুষের সহযোগিতায় শিলাবতী নদীর জল থেকে উদ্ধার হয় প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের একটি ডলফিন। এই ডলফিন দেখতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ।
প্রশাসন সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সীতাকুণ্ড এলাকায় শিলাবতী নদীর জলে দেখা মিলেছিল ডলফিনটির। কখনো কখনো সাধারণ মানুষ জাল ফেলে ডলফিনটিকে ধরার চেষ্টা করেছিল। আবার কেউ নদীর জলে নেমে ডলফিন ধরতে যায়। স্বাভাবিকভাবে এই প্রাণীর জীবনহানির আশঙ্কা করছিল বনদপ্তর ও প্রশাসন। পরে পুলিশ, বনদপ্তর এবং মহকুমা প্রশাসনের তৎপরতায় শুক্রবার নদীতে নেমে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ডলফিনটিকে। সুস্থ অবস্থায় ডলফিনকে ছাড়া হবে রূপনারায়ণের জলে, এমনটাই প্রশাসন সূত্রে খবর।
প্রসঙ্গত, নদীর ভরা কোটালের সময় জোয়ারের জলে শিলাবতী নদীতে চলে আসে ডলফিনটি। প্রায় ছয় থেকে সাত ফুট লম্বা এই ডলফিন জোয়ার না থাকার কারণে আর ফিরতে পারেনি। স্বাভাবিকভাবে বেশ কয়েকদিন ধরেই দেখা মিলছিল ডলফিনটির। জানা যায়, রূপনারায়ণ নদী এবং শিলাবতী নদীতে রয়েছে ডলফিন। তবে জোয়ারের জলে কোনো ভাবে সীতাকুণ্ডে এসে আটকে যায় ডলফিনটি। উদ্ধার হওয়া ডলফিনটিকে ফের ছেড়ে দেওয়া হবে ভরা নদীর জলে।