আমাদের ভারত, ২৮ ডিসেম্বর: ফালাকাটায় ৭টি বড় গাড়ি করে গরু এবং মহিষ পাচারের সময় তা ধরা পড়ল সশস্ত্র সীমা বল-এর (এসএসবি) জওয়ানদের হাতে। সময়ের উল্লেখ না করে ভিডিও-সহ এক্স হ্যাণ্ডেলে বৃহস্পতিবার দুপুরে খবরটি দেন বিরোধী দলীনেতা শুভেন্দু অধিকারী।
তিনি লিখেছেন, “আমি ভারতের সশস্ত্র সীমা বল-এর জওয়ানদের অভিনন্দন জানাই। তাঁরা ফালাকাটায় ৭টি বড় গাড়ি আটক করেছেন। সেগুলি গরু এবং মহিষ পাচার করার জন্য ব্যবহার করা হচ্ছিল৷
সীমান্তের ওপারে গবাদি পশু পাচারের নতুন সৃজনশীল উপায় খুঁজে বের করার জন্য তোলামুলি ইকোসিস্টেম সবসময় সক্রিয়। এবার প্রকোষ্ঠে নির্মাণসামগ্রীর আড়ালে পশুগুলো লুকিয়ে রাখা হয়েছে। এই চোরাচালান বন্ধে আমাদের সীমান্তরক্ষী বাহিনীকে সব সময় তৎপর থাকতে হবে।”

