সুজাপুরে গাড়ি ভাঙ্গচুর, আগুন ও বোমাবাজির ঘটনায় গ্রেফতার ৭ বনধ সমর্থক

আমাদের ভারত, মালদা, ৯ জানুয়ারি: মালদার সুজাপুরে গাড়ি ভাঙ্গচুর ও বোমাবাজির ঘটনায় ৭ জনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতেই তাঁদের গ্রেফতার করা হয়। আজ তাঁদের আদালতে তোলা হয়েছে।

গতকাল ধর্মঘটকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল কালিয়াচক থানার সুজাপুর। ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বনধ সমর্থকরা। তাদের তুলতে গেলে পুলিশের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ হয়। সেই সময় ইটের ঘায়ে এক পুলিশ কর্মী আহত হন। এরপর বনধ সমর্থনকারীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। তারপরেই অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ পাল্টা লাঠি চালায়, টিয়ার গ্যাস ছোড়ে এবং শুন্যে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে বলে অভিযোগ। সেই ঘটনায় গতকাল রাতেই ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতদের আজ আদালতে তোলা হয়েছে। তাদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানানো হবে বলে জানাগেছে। যদিও বনধ সমর্থকদের দাবি ছিল, পুলিশ নিজেই গাড়ি ভাঙ্গচুর করে আগুন লাগিয়েছে। এ ব্যাপারে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। সোস্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতেও দেখাগেছে এক পুলিশকর্মী গাড়ির কাঁচ ভাঙ্গছে। পুলিশ সুপার অলোক রাজোরিয়াও ঘটনার সত্যতা স্বীকার করেছিলেন। তিনি জানিয়েছিলেন, আমি ওটা দেখেছি। যদি কোনও আনপ্রফেশনাল কন্ডাক্ট হয় তাহলে ব্যবস্থা নেওয়া যাবে। হয়তো রেগে গিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। আমরা ব্যবস্থা নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *