জে মাহাতো, মেদিনীপুর, ১৫ নভেম্বর: উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে বাজি মজুদ ও বিক্রি করার অভিযোগে পশ্চিম মেদিনীপুরের শালবনি থানা এলাকা থেকে মোট সাত জনকে গ্রেপ্তার করা হয়েছেl এর মধ্যে গতকাল রাতে শালবনি থেকে দুজন এবং পিড়াকাটা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশl তাদের আজ মেদিনীপুর আদালতে তোলা হয়েছেl
পুলিশ সূত্রে জানা গেছে, শালবনি বাজার থেকে পিন্টু পাত্র ও গুরুচরণ পিরিকে এবং পিড়াকাটা বাজার থেকে অসীম প্রামানিক, প্রবীর মান্না ও রিঙ্কু দাসকে নিষিদ্ধ বাজি বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়l মেদিনীপুর আদালতের এক সরকারি আইনজীবী জানিয়েছেন, অভিযুক্তদের জেল ও জরিমানা দুটোই হতে পারেl