সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ অক্টোবর: বাঁকুড়ার কয়লা খনি অঞ্চল বড়জোড়া গঙ্গাজলঘাঁটি, মেজিয়া প্রভৃতি এলাকা জুড়ে অবৈধ পথে কয়লা পাচার বন্ধে পুলিশি অভিযানে বিগত চারদিনে
গঙ্গাজলঘাঁটি ও বড়জোড়া থানার পুলিশ সাত জনকে গ্ৰেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে তিনটি মোটর সাইকেল, দশটি সাইকেল ও আড়াই মেট্রিক টন কয়লা উদ্ধার করেছে।
এই কয়লা খনি অঞ্চলে অবৈধভাবে বেশ কিছু মানুষ সাইকেল ও মোটর সাইকেল, গরুর গাড়িতে বস্তা বোঝাই করে কয়লা পাচার করে। কয়লা পাচারই বেশ কিছু লোকের পেশায় পরিণত হয়েছে। সাইকেল, মোটর সাইকেলে বস্তা বোঝাই করে কয়লা পৌছে দেয় দালালদের কাছে। একটি জায়গায় সেই কয়লা মজুত করে তা লরিতে করে পাচার করা হয় বলে স্হানীয় সূত্রে জানা গেছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস জানান, অবৈধ কয়লা পাচার বন্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।বড়জোড়া, গঙ্গাজলঘাঁটিতে অভিযান চালিয়ে সাইকেল, মোটর সাইকেল সহ পাচার চক্রে যুক্ত সাত জনকে গ্ৰেপ্তার করা হয়েছে।