প্রযুক্তি সহায়তার নামে বিদেশিদের কোটি কোটি টাকার প্রতারণা, সেক্টর ফাইভ থেকে ধৃত ৭, আটক ১৫ তরুণী

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১১ ডিসেম্বর: কল সেন্টারে কাজের সময়ে মেলের মাধ্যমে পপ আপ পাঠিয়ে করে দেওয়া হত কম্পিউটার হ্যাক। তারপর কম্পিউটারে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নাম করে বিদেশি নাগরিকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হত কোটি কোটি টাকা।
সল্টলেক সেক্টর-ফাইভে বেশ কয়েকটি কল সেন্টার থেকে এভাবেই আন্তর্জাতিক সফটঅয়্যার কোম্পানির প্রযুক্তিগত সহায়তা কেন্দ্রের কর্মীর পরিচয় দিয়ে ফোন করা হত আমেরিকা, কানাডা অস্ট্রেলিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকদের। এই কান্ডে মঙ্গলবার রাতে বিধাননগরের সেক্টর ফাইভে হানা দিয়ে ৫ টি কোম্পানির ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে ৬ জন পুরুষ এবং ১৫ জন তরুণীকে।

ওই কল সেন্টার গুলির নাইট শিফটে কর্মরত লোকজনই এই কাজে যুক্ত ছিলেন বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। জানা গিয়েছে, ওই পপ আপ ক্লিক করলেই গ্রাহকের কম্পিউটার হ্যাক হয়ে যেত। এদিকে ততক্ষণে আইপি অ্যাড্রেস সহ গ্রাহকের ফোন নম্বর চলে যেত প্রতারকদের কাছে। তারপর টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নাম করে অনলাইনে নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা পাঠাতে বাধ্য করা হত। তারপরেও টেকনিক্যাল সাপোর্ট না পেয়ে প্রতারিত গ্রাহকরা জানাতেন মাইক্রোসফটে। তারপরই মাইক্রোসফট খোঁজ নিয়ে জানতে পারত, প্রতারিত হয়েছেন গ্রাহক।

বুধবার ভবানীভবনে ডিআইজি সিআইডি মিতেশ জৈন বলেন, মঙ্গলবার সকালে আমরা ওই মাইক্রোসফটের তরফে প্রথম অভিযোগ পাই। রাতেই আমাদের পাঁচটি দল সল্টলেক সেক্টর ফাইভে হানা দেয়।’ এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করার পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ৬ জন পুরুষ ও ১৫ জন তরুণীকে। যদিও কত টাকা মোট প্রতারণা হয়েছে এবং কত দিন ধরে এই চক্র চলছিল, সে বিষয়ে এখনও কোনও সঠিক তথ্য নেই পুলিশের কাছে। তবে এই চক্রের সঙ্গে কারা জড়িত রয়েছে এবং এই প্রতারণার নেটওয়ার্ক ঠিক কতটা বড় খুব শীঘ্রই জানা যাবে বলে দাবি করেছেন সিআইডি গোয়েন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *