Raid, Howrah station, হাওড়া স্টেশনে অভিযানে ধরা পড়ল অনিয়মের ৬৬৫টি ঘটনা

আমাদের ভারত, ১৯ সেপ্টেম্বর: রেলওয়ে ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে বৃহস্পতিবার হাওড়া স্টেশনে একটি নিবিড় টিকিট পরীক্ষা অভিযান হয়।

৮ জন আরপিএফ (রেলওয়ে সুরক্ষা বাহিনী)-এর ৮ কর্মী এবং ২ জন সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) সহায়তায় ৫৩ জন টিকিট পরীক্ষকের সমন্বয়ে তৈরি একটি দল এই অভিযানে অংশ নেয়। এতে টিকিট অনিয়মের ৬৬৫টি ঘটনা ধরা হয়। এর মধ্যে ৪৫২ জন যাত্রী টিকিট ছাড়াই ভ্রমণ করেছেন। মোট ২,২০,৯৯০/- টাকা জরিমানা আদায় করা হয়।

পূর্ব রেলওয়ের তরফে যাত্রীদের বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, এতে জরিমানা এড়ানো এবং মসৃণ এবং ঝামেলা মুক্ত ভ্রমণ নিশ্চিত করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *