আমাদের ভারত, ২ ফেব্রুয়ারি: এক সপ্তাহ ধরে প্রায় পৌনে চারশো কিলোমিটার পথ পার করে অযোধ্যা রাম জন্মভূমিতে পৌঁছালো ৩৫ টন ওজনের দুটি শালগ্রামশিলাখণ্ড। নেপালের কালিগন্ডকি জলপ্রপাত থেকে তুলে আনা ৬ কোটি বছরের পুরনো এই জীবাশ্ম পাথর দিয়েই তৈরি করা হবে ভগবান রামের বিগ্রহ।

উত্তর প্রদেশের গোরক্ষনাথ মন্দির থেকে বুধবার অযোধ্যায় আনা হয় দুটি শালগ্রামশিলা। মন্দির ট্রাস্টের সম্পাদক চম্পক রাইয়ের তত্ত্বাবধানে অযোধ্যায় ঢোকার আগে সরযূ নদীর সেতুর কাছে ট্রাকবাহী শিলাখন্ড পৃষ্ঠা দুটিকে বরণ করেন কয়েক হাজার মানুষ। এরপর শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় করসেবকপুরমে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শিলা পূজা। পূজা শেষ হবার পর শিলাখণ্ড দুটি অর্পণ করা হবে রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসের কাছে।

রামের পাশাপাশি সীতা, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্নর বিগ্রহ নির্মাণ করা হবে এই শীলা দিয়ে। ভগবান বিষ্ণুর প্রতিভূ মনে করা হয়ে থাকে এই শালগ্রামশিলাকে। তাই এই শীলা দিয়েই রাম মন্দিরের বিগ্রহ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। ২০২৪- এর জানুয়ারিতে রাম মন্দির খুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন অমিত শাহ। ফলে এই শীলায় বিগ্রহ তৈরির কাজ প্রবল গতিতে হবে বলে মনে করা হচ্ছে।

‘মনেপ্রাণে হিন্দুত্ববাদী’দের কাছে অনুরোধ। আমাদের সাহায্য করুন। খুব আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে সাড়ে পাঁচ বছর ধরে ২৫ জন রিপোর্টার, বাংলায় একমাত্র আমরাই প্রতিদিন এই ধরণের খবর করছি। 🙏
ব্যাঙ্ক একাউন্ট এবং ফোনপে কোড:
Axis Bank
Pradip Kumar Das
A/c. 917010053734837
IFSC. UTIB0002785
PhonePay. 9433792557
PhonePay code. pradipdas241@ybl

