আমাদের ভারত, মালদা, ২৪ ডিসেম্বর: সিএএ র বিরোধিতা করতে গিয়ে উত্তর প্রদেশের লখনৌ স্টেশনে ভাঙ্গচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া ৬ যুবকের বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুরের রঙ্গিলা গ্রামে। তাদের পরিবার সূত্রে জানাগেছে, ওই যুবকরা লখনৌতে কাজ করতে গিয়েছিল। তারা এ ধরনের ঘটনা ঘটাবে তা ভাবতেই পারছে না বাড়ির লোকজন। তাঁদের দাবি, ওই যুবকরা নির্দোষ।পুলিশ ভুলবশত তাদের ধরেছে।
ধৃত যুবকদের নাম সঞ্জুর হক, সাগর আলি, সাইদুল হক, খাইরুল হক, আসলাম, মোঃ শাহ আলম। এরমধ্যে সাইদুল হক ও খায়রুল হক দুই ভাই। তাদের বাবা মোহাম্মদ হোদা বলেন, আমার দুই ছেলে অভাবের তাড়নায় সেখানে হোটেলে কাজ করতে গিয়েছিল। কিভাবে তারা গ্রেপ্তার হল, কেনই বা স্টেশনে গিয়েছিল তা বুঝতে পারছি না। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যের দাবি করেছি।
গোটা ঘটনা নিয়ে মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল বলেন, কিভাবে এধরনের ঘটনা ঘটল বুঝতে পারছি না প্রশাসনের মাধ্যমে বিস্তারিত খবর নিচ্ছি।