আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার মুকসুদপুর প্রাথমিক বিদ্যালয়ে ইতিহাস বৃটিশ যুক্তরাজ্যের ইম্পিরিয়াল কলেজের অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক অ্যালেন হেগ এবং তাঁর স্বামী অধ্যাপক স্টিফেন হেগের আর্থিক সাহায্যে ছয় কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবনের উদ্বোধন হয়েছে। বছর খানেক আগে হেগ দম্পতির সঙ্গে মুকসুদপুরের যোগসূত্র গড়ে দিয়েছেলেন মুকসুদপুরের ভূমিপুত্র লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক বিকাশ পাল। তাঁর আহ্বানেই মুকসুদপুরে এসেছিলেন হেগ দম্পতি।
এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিকাশ বাবুর আর্থিক আনুকূল্যে ইতিমধ্যে পানীয় জলের সুবন্দোবস্ত হয়েছে মুকসুদপুর প্রাথমিক বিদ্যালয়ে। পাশাপাশি বিকাশ বাবুর অণুপ্রেরণায় আগেই অ্যালেন হেগের বিদ্যালয়ে একটি পাঠাগার তৈরি করেতে সাহায্য করেছিলেন। আর এবার তাঁদের সাহায্যে গড়ে উঠল দ্বিতল ভবন। এঁদের সাথেই বিদ্যালয়ের উন্নয়নে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক ভারতী সেন, বিকাশ বাবুর বন্ধু শিকাগো প্রবাসী অধ্যাপক কালীপদ পাহান, মুম্বাইয়ের অবসরপ্রাপ্ত ব্যাঙ্কার সুবীর নাগ, দুই ইঞ্জিনিয়ার মৈত্রেয়ী সামন্ত ও পদ্মা নারায়ণন। উদ্বোধনী অনুষ্ঠানে দাতাগণ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এই ব্লকের একমাত্র এই বিদ্যালয়টি ২০২০ সালের জানুয়ারি থেকে পঞ্চম শ্রেণি শুরু করার জন্য অনুমোদন পয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীযুক্ত লক্ষ্মীকান্ত জানা বলেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, অধ্যাপক বিকাশ পালের উদ্যোগে পুরো প্রকল্পের জন্য মোট ২০ লক্ষ টাকা তারা পেয়েছেন।