স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ আগস্ট: করোনা মহামারীর জেরে বিগত তিন বছর সেরকমভাবে কোনও জায়গায় জমায়েত করা যায়নি। সরকারি বিধি-নিষেধের ঘেরাটোপে থমকে গিয়েছিল সরকারি কাজকর্মও। ২০১৭ – ১৯ তিন বছরের জন্য হস্তশিল্পে জাতীয় পুরস্কারের তালিকায় পশ্চিমবঙ্গের ১০ জন হস্ত তাঁতশিল্পী রয়েছেন, তাদের মধ্যে ৬ জনই নদিয়ার বাসিন্দা। আজ ৭ই আগস্ট হ্যান্ডলুম ডে–তে দিল্লিতে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা।
নদিয়ার যে ক’জন পুরস্কার পাচ্ছেন তাদের মধ্যে জামদানি শাড়ি বোনার জন্য ২০১৭ সালে সরস্বতী সরকার, ২০১৮ সালে অপর্ণা জোয়ারদার ও সুনিল বিশ্বাস। ২০১৯ সালের জন্য রমেলা মজুমদার ও সঞ্জিত সরকার পুরস্কার পাচ্ছেন। এছাড়াও বিশেষ বিভাগে জাতীয় পুরস্কার পাচ্ছেন বীরেন কুমার বসাক, শান্তিপুরের ফুলিয়ার বাসিন্দা। সুনীল বসাকের বাড়ি রানাঘাটের আনুলিয়ায়। আর বাকি সকলের বাড়ি রানাঘাটের হবিবপুরে।
তাঁত শিল্পী বীরেন বসাক জানান, ‘পাওয়ারলুমের দাপটে হস্তশিল্প প্রায় মুখ থুবড়ে পড়েছে। অনেক তাঁতি কাজ ছেড়ে দিয়ে অন্য কাজ করার কথা ভাবছে। সেই জায়গায় দাঁড়িয়ে একই জেলা থেকে ৬ জন জাতীয় পুরস্কার পাচ্ছে। এটা আগামী দিনে হস্ত চালিত তাঁতিদের কাছে একটা বিরাট পাওনা।’